
গত এক বছর ধরে নিয়মিত টি-টোয়েন্টি দলে খেলেছেন নাঈম শেখ। অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনিই কিনা একাদশে নেই। নাঈমের একাদশে না থাকার বিষয়টি ম্যাচ শুরুর আগে জানতেন না বিসিবি সভাপতিও। তিনি অসন্তোষ প্রকাশের পরদিন আবারও নাঈম ফিরছেন একাদশে।
সোমবার (১৮ অক্টোবর) ওমানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন জানান, নাঈম দলে না থাকার কারণ দলের কাছে জানতে চেয়েছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেই প্রশ্নের উত্তরও দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
পাপন বলেন, ‘আমার সাথে মিটিংয়ে আজ আকরাম ছিল, আকরাম মিটিংয়ে এই প্রশ্ন করেছে। নাঈমকে সারা বছর ধরে খেলালেন, বিশ্বকাপের জন্য প্রস্তুত করলেন, তাহলে হঠাৎ করে নাঈম নেই কেন!’
বিসিবি সভাপতির অসন্তোষ প্রকাশের পরপরই সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, ওমানের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরছেন নাঈম। একইসাথে জানান আগের ম্যাচে নাঈমকে না নেওয়ার কারণও।
ডমিঙ্গো বলেন, ‘এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। সৌম্য আগের ম্যাচে খেলেছে কারণ মাহমুদউল্লাহ রিয়াদ বল করতে পারত না। আমাদের হাতে আফিফ ছাড়া কোন ৬ষ্ঠ বোলিং অপশন ছিল না। তাই আমরা ভেবেছিলাম যদি শিশির প্রভাব ফেলে, স্পিনারদের অসুবিধা হয় আমাদের এমন কাউকে দরকার হবে যে কিনা সিম বোলিং করতে পারে।’
ডমিঙ্গো আরও বলেন, ‘সৌম্যই ছিল সেই ব্যক্তি। এটাই একমাত্র কারণ সৌম্যকে খেলানোর। নাঈম দারুণ ব্যাটিং করছে, তবে আমাদের একজন দরকার ছিল যে কিনা বোলিংয়ে বিকল্প হতে পারে।’