
ঢাকা: পাল্লেকেলেতে শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার জয় ১৮৪ রানে। তিন ম্যাচের সিরিজটি স্বাগতিকরা জিতে নিল ২-১ ব্যবধানে।
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালো করলেও পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংস খুব বড় করতে পারেনি শ্রীলঙ্কা। তবে আড়াইশ ছাড়ানো পুঁজিই জিম্বাবুয়ের জন্য পাহাড়সম করে তোলেন বোলাররা। তাদের সৌজন্যে প্রতিপক্ষকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে সিরিজ ঘরে তুলেছে লঙ্কানরা।
পাথুম নিসানকা ও চারিথ আসালাঙ্কার ফিফটিতে ৯ উইকেটে ২৫৪ রান করে লঙ্কানরা। ৬ চারে ৫৫ রান করেন ওপেনার নিসানকা। মিডল অর্ডারে ৫ চারে ৫২ রানের কার্যকর ইনিংস খেলেন আসালাঙ্কা।
জবাব দিতে নামা জিম্বাবুয়েকে মাথা তুলতেই দেননি জেফরি ভ্যান্ডারসে, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিসরা। দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন স্রেফ ৭০ রানে, তখনও বাকি ২৫.২ ওভার।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নেন ভ্যান্ডারসে। এই লেগ স্পিনারের আগের সেরা ৫০ রানে তিনটি। দুটি করে শিকার চামিরা ও রমেশের।