
জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের মে মাসের পর থেকে ওয়ানডে ফরম্যাটে আর কোনো হার দেখেনি বাংলাদেশ ক্রিকেট দল। এই সময়ের মাঝে দুই দলের মধ্যকার খেলা ১৯ ওয়ানডের প্রত্যেকটি জিতেছে টাইগাররা।
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২০তম জয় তুলে নেওয়ার লক্ষ্যে আজ ৫ আগস্ট শুক্রবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে মাঠে নেমেছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারারেতে টসে হেরে গেছেন টাইগার দলপতি তামিম ইকবাল খান। টসে হেরে ব্যাটিংয়ে নামছে টিম টাইগার।
টি-২০ সিরিজ জেতা জিম্বাবুয়ে ওয়ানডেতে বলা চলে অনভিজ্ঞ এক দল নিয়েই মাঠে নামছে। অপরদিকে সাকিব আল হাসান ব্যতীত সিনিয়র বাকি তিন ক্রিকেটারকে পাচ্ছে বাংলাদেশ। বলা চলে অভিজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেছেন। ফলে জিম্বাবুজের সামনে ৩০৪ রনের লক্ষ্য দাঁড়াল। জাবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৪৮.২ ওভারে৫ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করেন।
ফলাফলঃ৫ উইকেটে জয় পেল জিম্বাবুয়ে।
যখন লিটনের ব্যক্তিগত রান ৮১ তখন লিটন রান নিয়ে যেয়ে পেশীতে টান লাগে। যার ফলে আউট না হয়েও মাঠের বাহিরে যেতে হয়।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।